দেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হচ্ছে Somoy TV (সময় টিভি) তাদের ইউটিউব সাবস্ক্রাইবার পরিমাণ দুই কোটি ৫৭ লক্ষ।
Somoy TV ইউটিউব চ্যানেলের মাসিক আয় এবং বাৎসরিক আয় নিয়ে আজকের আমাদের এই প্রতিবেদন।
ইসকন কি ? কি করে তারা ? কারা চালায় তাদের ?

সময় টিভির যাত্রা শুরু হয় স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে। কিন্তু পরবর্তী তাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও বেশ জনপ্রিয়তা তৈরি করে।
ইউটিউব চ্যানেলে তাদের নিয়মিত বিভিন্ন তথ্য আপলোড করা হয়, এখন পর্যন্ত সর্বমোট 2 লক্ষ 20 হাজারের মতো
ভিডিও তারা ইউটিউবে আপলোড করেছে। তাদের মেইন চ্যানেলে এছাড়া তাদের আরো বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে।
সময় টিভির মাসিক ইউটিউব চ্যানেল থেকে কত টাকা আয় করে সে বিষয় নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে অনেকের মাঝে।
কিন্তু আমরা এ ব্যাপারে জানতে চেয়ে ছিলাম গুগলের Social Blade সাইটের মাধ্যমে। যেখানে সময় টিভি সম্পর্কিত বেশ
কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং তাদের আয়ের বিষয়গুলো জানতে পারি। সেখানে বলা হয়েছে সময় টিভি এখন পর্যন্ত
প্রায় ২ লক্ষ ২০ হাজারের মতো ভিডিও আপলোড করেছে তাদের সাবস্ক্রাইবারের পরিমাণ ২৫.৭ মিলিয়ন।
সময় টিভি ইউটিউব যাত্রা শুরু করে ২০১৫ সালের ২১ অক্টোবর বর্তমানে তারা বিশ্বের মধ্যে অন্যতম এবং এশিয়ার মধ্যে অন্যতম
একটি ইউটিউব চ্যানেল। যাদের সাথে এত মানুষ সাবস্ক্রাইব করে যুক্ত আছে, কোন নিউজ পত্রিকার চ্যানেলে এত সাবস্ক্রাইবার বেশি খুবই কমই রয়েছে।
Somoy TV আয় সময় টিভি মাসিক আয় কত এ প্রশ্নে আমরা Social Blade থেকে জানতে পারি প্রতি মাসে ৭৩ হাজার
ডলার থেকে ১২ লক্ষ ডলার পর্যন্ত আয় করে অর্থাৎ আয়ের অর্থ কম বেশি হতে পারে। তবে 73 হাজার ডলার থেকে ১২ লক্ষ
ডলারের মধ্যে হয় যা বাংলা টাকা হিসেবে রূপান্তর করলে দাঁড়ায় 86 লক্ষ 96 হাজার টাকা থেকে 14 কোটি ৯৫ লক্ষ টাকা পর্যন্ত
এবং তাদের বাৎসরিক আয় সোশ্যাল ভ্যালিডে দেখানো হচ্ছে ৮ লক্ষ ৮১ হাজার ডলার থেকে এক কোটি 40 লক্ষ ডলার পর্যন্ত।
এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে Social Blade ওয়েবসাইটের মাধ্যমে। তবে এ সত্যতা অথবা নিয়ে উপযুক্ত কোন প্রমাণ পাওয়া যায়নি।
