মাধ্যমিক পর্যায়ে চলতি বছরে এসএসসি ও সমমান পর্যায়ের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল থেকে। 11 টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু করা হবে।
সারা দেশব্যাপী বিশাল এই পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে ২০ লক্ষের কাছাকাছি শিক্ষার্থী। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনা প্রদান করেছে।
সেখানে গুরুত্বপূর্ণ 15 টি নির্দেশনার মধ্যে একটি নির্দেশনা হলো পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে অর্থাৎ ১৪৪ ধারা নিয়ম কানুন ওই সময় বহাল থাকবে।
পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোন প্রকার দোকান খোলা থাকবে না। কেউ যাতায়াত করতে পারবেনা, গাড়ি-ঘোড়া চলবে না।
শুধুমাত্র পরীক্ষার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরাই পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অবস্থান করতে পারবে। শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে এই ১৪৪ ধারা কার্যকর করা হবে।
প্রতি বছরই পরীক্ষার সময় এমন নির্দেশনা প্রদান করে থাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং আইন-শৃঙ্খলা কার্যক্রম সম্পাদন করে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোন প্রকার ফটোকপির দোকান খোলা থাকবে না।
কোচিং সেন্টার এসএসসি পরীক্ষা চলাকালীন সময় বন্ধ থাকবে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে আশেপাশে এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না।
বিশেষ করে পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার্থী এবং পরীক্ষা আয়োজনের দায়িত্বগত ব্যক্তিবর্গ প্রবেশ করার অনুমতি পাবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে।
এছাড়া ১০:৩০ মিনিটের পরে কোন শিক্ষার্থী পরীক্ষা নিয়ে প্রবেশ করতে পারবে না। যে সকল শিক্ষার্থী নয়টা ত্রিশের পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে তাদের দেরি করে আসার কারণ উল্লেখ করতে হবে
এবং তাদের সকল তথ্য শিক্ষা বোর্ডের কাছে পাঠাতে হবে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বহন কার্যক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
যে নির্দেশনার আলোকে পরীক্ষা কেন্দ্র এবং দায়িত্ব থাকা কর্মকর্তারা পরীক্ষা প্রশ্ন সরবরাহ করবে এবং বন্টন করবে।
যদি কোন কারনে পরীক্ষা শুরু করতে দেরি হয় তাহলে যত সময় দেরি করবে, পরবর্তীতে তত সময় পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা উত্তরপত্র নেয়া হবে অর্থাৎ অতিরিক্ত সময় প্রদান করতে হবে।