আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছর এসএসসি ২০২৫ পরীক্ষা। 19 লক্ষ শিক্ষার্থী ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় চলতি বছরে অংশগ্রহণ করছে।
এবারে পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন জায়গায় তথ্য ছড়ানো হচ্ছে।
জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় ছিল। বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটেশন সেনাবাহিনী সমাধান করেছে।
তবে এসএসসি ২০২৫ পরীক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁস এবং নিরাপত্তাজনিত বিষয়গুলোর প্রতি উদ্বেগ জানিয়েছে শিক্ষা উপদেষ্টা।
তবে এসএসসি ২০২৫ পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্বে থাকবে কিনা তা নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি নোটিশ অথবা বিবৃতি প্রকাশ করেনি। যার কারণে এই বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা সমন্বয়ে বোর্ডের সভাপতি অধ্যাপক খন্দকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন,
এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী দায়িত্ব পালনে কোন প্রকার আলোচনা করা হয়নি।
কোথা থেকে এ খবর ছড়ানো হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই। তবে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রিক ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছেন।
এর পরিপ্রেক্ষিতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে নিরাপত্তা প্রদান এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করতে পারেন।
তবে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। পরিস্থিতির উপর নির্ভর করে আইন-শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথ উদ্যোগে সবকিছু সমাধান করার চেষ্টা করবে।
তবে এসএসসি পরীক্ষার বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে বলে শিক্ষা বিশ্লেষকগণ শঙ্কা প্রকাশ করেছেন।
তারা জানিয়েছে প্রায় 19 লক্ষ শিক্ষার্থী এ বছরের পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতিবছর এসএসসি পরীক্ষায় এমন সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
তবে যেহেতু এটি একটি পাবলিক পরীক্ষা এবং বৃহৎ আকারে আয়োজন করা হয় সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় আরো সচেতন থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে প্রশ্ন ফাঁস এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়।