মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু টানা একসাথে চারটি পরীক্ষা দিতে সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা।
২০ লাখের অধিক শিক্ষার্থী চলতি বছরে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে।
যেখানে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে 14 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। ১৪ লক্ষ শিক্ষার্থীর একইদিনের পরীক্ষায় আয়োজন করা হবে।
তবে পরপর চার দিনে চারটি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা অনেকটাই দুশ্চিন্তা গ্রস্ত। নতুন রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সেখানে গণিত পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে। ২০ এপ্রিল গণিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও নতুন এসএসসি পরীক্ষা রুটিনে একুশে এপ্রিল গণিত পরীক্ষা নেওয়া হবে।
এরপরে ২২ এপ্রিল ধর্ম পরীক্ষা আয়োজন করা হবে, ২৩ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় আয়োজন করা হবে ও ২৪ এপ্রিল কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা রয়েছে।
এই পরীক্ষাগুলো দিতে গিয়ে শিক্ষার্থীরা অনেকটাই হিমশিম খাবে। শেষে তিনটি পরীক্ষার মধ্যে কোন বন্ধ নেই।
এজন্য শিক্ষার্থীরা বর্তমান রুটিনের বিরোধিতা করছে এবং তারা বলছে রুটিন পরিবর্তন করে প্রতিটি পরীক্ষার মধ্যে কমপক্ষে একদিন বন্ধ রাখার ব্যবস্থা করা হোক।
কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে তারা জানায় বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি করে এবং তারা রুটিন পরিবর্তন করে।
কিন্তু শিক্ষার্থীদের সুবিধা অসুবিধার কথা ভাবেনা। আমরা সারা বছর পড়াশোনা করেছি প্রস্তুতি গ্রহণ করেছি ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য।
তাই উচিত হবে পরীক্ষার মধ্যে অন্ততপক্ষে একদিন বন্ধ রাখা। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো কিছু না জানালেও শিক্ষার্থীদের দাবি সাথে একমত পোষণ করেছে বিভিন্ন শিক্ষকরা।
তারা বলছে শিক্ষার্থীদেরকে মানসিক দুশ্চিন্তায় না রেখে স্বাভাবিকভাবে পরীক্ষায় আয়োজন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করবে।